ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাগুরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আয়ুব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
মাগুরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আয়ুব

মাগুরা: মাগুরা জেলা আইনজীবী সমিতির ২০২২ বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবু আয়ুব বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম বিজয়ী হয়েছেন।  

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।

 

১৫টি পদের অন্যান্য বিজয়ীরা হলেন সহসভাপতি কাজী লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক (ফৌজদারি) মনিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক (দেওয়ানি) শেখ গোলাম নবী শাহীন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন লাবণী, হিসাব নিরীক্ষক মোহাম্মদ আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম, গ্রন্থাগারিক সম্পাদক হয়েছেন আয়ুব হোসেন সুরুজ।

নির্বাহী সদস্য পদে এ কে এম মোখলেছুর রহমান, মোহাম্মদ আবু মুসা, এবিএম তরিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শামসুল হুদা চৌধুরী, আইয়ুব হোসেন মোল্লা বিজয়ী হয়েছেন।

সমিতির ২৬৮ জন সদস্যের মধ্যে ২১৫ জন নির্বাচনে ভোট দেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাভোকেট শিব প্রসাদ ভট্টাচার্য্য এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।