ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাকালুকি হাওরের বন নিধন বন্ধে আইনি নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
হাকালুকি হাওরের বন নিধন বন্ধে আইনি নোটিশ

ঢাকা: মৌলভীবাজার-সিলেটের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির বননিধন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।  

জনস্বার্থে রোববার (১৬ জানুয়ারি) সুপ্রিমকোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা এ নোটিশ পাঠান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট সাতজন বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী সোহেল রানা।  

পরে সোহেল রানা সাংবাদিকদের জানান, হাকালুকি হাওরের বননিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা। বননিধনের এ অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মুখে পড়েছে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ নোটিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।