ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম করোনায় আক্রান্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের  বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

বুধবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।



এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের করোনা আক্রান্তের খবর আসে।

যুক্তরাষ্ট্রে সফরে থাকা অবস্থায় গত ৭ জানুয়ারি করোনা পরীক্ষার পর দেখা যায় বিচারপতি মো. শাহিনুর ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে তিনি ছেলের বাসায় চিকিৎসাধীন আছেন।

এছাড়া আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের করোনায় আক্রান্ত হওয়া খবর পাওয়া গেছে। তিনিসহ হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিলে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ৯ জানুয়ারি তিন বিচারপতি শপথ নেন।

ওই দিন তিন বিচারপতির সংবর্ধনায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন, ‘বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে পরে শপথ নেবেন বলে জানিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।