ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইডিয়ালের গভর্নিং বডির সভাপতির কার্যক্রম স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
আইডিয়ালের গভর্নিং বডির সভাপতির কার্যক্রম স্থগিত

ঢাকা: রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে তার পর পর চারবার একই প্রতিষ্ঠানে গভর্নিং বডির চেয়ারম্যান পদে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (২জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

পরে তিনি জানান, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া এক রায়ে বলা হয়, কোনো ব্যক্তি একই প্রতিষ্ঠানে দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। কিন্তু আবু হেনা মোরশেদ জামান ২০১৭ সাল থেকে পর পর চারবার (ফোর টার্ম) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান, যা আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই রিট আবেদন করা হয়।

বাংলাদেশ সময়:২১৪৯ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০২২
ইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।