ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় বাগেরহাটের সার্ভেয়ার কামাল কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
দুদকের মামলায় বাগেরহাটের সার্ভেয়ার কামাল কারাগারে

খুলনা: বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারে মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

খুলনা-মোংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী। সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী।

আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সার্ভেযার কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।