ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না.গঞ্জে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
না.গঞ্জে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

তারা হলেন-ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার দয়াপুর গ্রামের আমজাদ আলীর ছেলে ওলিয়ার রহমান (৩৪) ও সোনারগাও উপজেলার রামগোবিন্দেরগাও গ্রামের সাইদুর রহমানের ছেলে পিয়ার আলী(২৫)।  

তাদের মধ্যে ওলিয়ার রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর পিয়ার আলীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জেসমিন আহমেদ জানান, ২০১৮ সালের ৫ এপ্রিল বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার গোলাম মোস্তফার বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ভাড়াটিয়া ওলিয়ার রহমানকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।

অপরদিকে, ২০০৬ সালের ১৬ এপ্রিল দুপুরে আদামজীনগর তৎকালীন র‌্যাব-৩ সোনারগাও উপজেলার হোসেনপুর বাজানো অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ পিয়ার আলীকে আটক করেন। এ ঘটনায় সোনারগাও থানায় মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।