ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরায় মাস্ক না পরায় ৩৪ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
সাতক্ষীরায় মাস্ক না পরায় ৩৪ জনের জরিমানা সাতক্ষীরায় মাস্ক না পরায় ৩৪ জনের জরিমানা করা হয়েছে, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েব মোকাবিলায় মাস্ক পরা নিশ্চিত ও সচেতনতা সৃষ্টিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে বুধবার (২ ডিসেম্বর) মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক পাঁচটি অভিযানে ৩৪ জনকে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সংক্রান্ত জেলা প্রশাসনের প্রেস নোটে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করছে।

সাতক্ষীরা জেলায় ১ মার্চ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ১ হাজার ৪১৮টি অভিযানে ৩ হাজার ৬১৪ জনকে ৫৪ লাখ ৫১ হাজার ১৭৯ টাকা জরিমানা ও ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও প্রেস নোটে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।