ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফারুকী হত্যার প্রতিবেদন দাখিল ২ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ফারুকী হত্যার প্রতিবেদন দাখিল ২ ফেব্রুয়ারি

ঢাকা: টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্প‌তিবার (১৯ ডি‌সেম্বর) নির্ধা‌রিত দি‌নে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।

ঘটনার বিবরণী থে‌কে জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজা বাজারের নিজবাড়িতে খুন হন মাওলানা ফারুকী।

ওইদিন এশার নামাজের পর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসায় ঢু‌কে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা ক‌রে।

ওই ঘটনায় প‌রে তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসা‌মি‌দের বিরু‌দ্ধে শেরেবাংলা নগর থানায় এক‌টি হত্যা মামলা করেন। মামলা‌টি এখন সিআই‌ডি তদন্ত কর‌ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।