ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় সুমন মিয়া (৩০) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা ধর্ষিত শিশুর ক্ষতিপূরণ হিসেবে পাবে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। সুমন আড়াইহাজার উপজেলার সিংগারপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

 

আদালতের স্পেশাল পাবলিক  প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, ২০১২ সালের ৬ জুন সুমন পার্শ্ববর্তী বাড়ির এক রিকশাচালকের ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।