ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পাথরঘাটায় ৪ জেলের জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
পাথরঘাটায় ৪ জেলের জরিমানা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির তাদের জরিমানা করেন।  

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন স্বপন, মো. রুবেল, মো. পনু মিয়া ও মো. হিরু।

তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার গুলিশালী গ্রামে।  

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকালে গুলিশাখালী গ্রামের বজলুর রহমানের মালিকানাধীন এফবি সালমা ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উদ্দেশে পাথরঘাটা বিএফডিসি ঘাটে বরফ নিতে আসেন। এসময় ট্রলারসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলারটি সোমবার (২৯ অক্টোবর) সকালে মালিককে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।