ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
মেহেরপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি জুয়েল রানা। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অপরাধে জুয়েল রানা (২৫) নামে এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনালের চতুর্থ বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত জুয়েল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৪ জানুয়ারি গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইন একটি মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  
বৃহস্পতিবার মামলায় সাতজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

মামলায় রাস্ট্র পক্ষে ছিলেন পিপি এমএ রুস্তম আলী ও আসামি পক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান কৌশলীর দায়ীত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।