ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক বিচারপতি এম এম হকের প্রয়াণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
সাবেক বিচারপতি এম এম হকের প্রয়াণ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হকের জানাজা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হক (এম এম হক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

বুধবার (১৭ অক্টোবর) ভোর চারটায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রবাসে থাকা সন্তানরা দেশে ফিরে আসার পর শুক্রবার (১৯ অক্টোবর) বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

বিচারপতি মো. মোজাম্মেল হক ১৯৩৫ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সুর্বণসারা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান এবং ২০০০ সাল পর্যন্ত বিচারপতি ছিলেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট মনোনীত (বিএনপি) সিরাজগঞ্জ জেলার বেলকুচির আসনের সংসদ সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।