ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারে ইয়াবা কারবারিকে ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
কক্সবাজারে ইয়াবা কারবারিকে ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে মো. ইমাম হোসেন (২২) নামে এক ইয়াবা কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আজিজ এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত ইমাম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

আদালত সূত্র জানা গেছে, ২০১৫ সালের ৩ অক্টোবর ৩০ হাজার ইয়াবাসহ ইমামকে আটক করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছে। দীর্ঘ শুনানি শেষে ৬১২/১৫ ধারায় মামলার রায় ঘোষণা করেন আদালত।

কক্সবাজার আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দিদারুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।