ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাস জমিতে ঘর নির্মাণে ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
খাস জমিতে ঘর নির্মাণে ২ জনের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাস জমিতে অনিরাপদভাবে দোতলা ঘর নির্মাণ করায় দুইজনকে কারাদণ্ড ও এক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের আমানতগঞ্জ পুরাতন কয়লাঘাট ও চরমোনাই ট্রলারঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান,  নিষেধাজ্ঞা অমান্য করে চর বদনা মৌজার সরকারি খাস জমিতে কোনো ধরনের কলাম ছাড়াই দোতলা ভবন নির্মাণ করেছেন তারা।

 

পরে দণ্ডবিধি ১৮৬০ ধারা অনুযায়ী মৃত সামসুল হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগমকে ২০০ টাকা জরিমানা, পুত্র আব্বাস হাওলাদারকে ৭ দিন ও আক্কাস হাওলাদারকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়াও অভিযুক্তরা আগামী ১৫ দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করবে বলে অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।