ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

এসআইকে চাপা দেওয়া সেই বাস চালক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
এসআইকে চাপা দেওয়া সেই বাস চালক কারাগারে এসআই উত্তম কুমার

ঢাকা: রাজধানীর মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের বাসচাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহতের মামলায় ঘাতক বাসের চালক বেলাল হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালতে বাসের চালক বেলাল হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় চারদিন আগে বুধবার (২৯ আগস্ট) একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার পর জব্দ করা হয় ঈগল পরিবহনের ওই বাসটি। জব্দ করা বাসটি রোববার (০২ সেপ্টেম্বর) থানায় আনার সময় ওই বাসের চাপাতেই প্রাণ হারান রূপনগর থানার এসআই উত্তম কুমার। উত্তম তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।