ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেয়র আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরতের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
মেয়র আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরতের নির্দেশ

ঢাকা: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ছয় মাসের জন্য ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচাপরপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আরিফুল হকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

আইনজীবীরা জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হকের জামিনের শর্ত হিসেবে ২০১৭ সালে পাসপোর্ট জব্দ রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।

পরে লন্ডনে অধ্যয়নরত মেয়ের কলেজের সমাবর্তনের যোগ দিতে পাসপোর্ট ফেরত চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন আরিফুল হক।  

গত ১৪ আগস্ট সে আবেদন নাকচ করে দেন আদালত। নিম্ন আদালতের ওই আদেশের রিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

মনিরুজ্জামান কবির বাংলানিউজকে বলেন, তিনি (আরিফুল হক) সাবেক অর্থমন্ত্রী হত্যার ঘটনার মামলার আসামি। এ কারণে তার পাসপোর্ট আদালতের নির্দেশে জব্দ রয়েছে। তিনি পাসপোর্ট চেয়ে নিম্ন আদালতে আবেদনের পর সেটি নাকচ হয়ে যায়।  

এর বিরুদ্ধে রিভিশনের পর মঙ্গলবার ৬ মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে বলেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।