ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে শিশু কৃত্তিকা হত্যায় ৩ আসামির রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
খাগড়াছড়িতে শিশু কৃত্তিকা হত্যায় ৩ আসামির রিমান্ড

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা ওরফে পুনাতি (১১) নামে এক শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিন আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (জুলাই ৩১) পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের আদালতে এনে সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়।

এ সময় আদালত আজকে শুনানির দিন ধার্য করে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গ্রেফতারকৃত তিন আসামিরা হলেন- দীঘিনালার মেরুং ইউনিয়নের মৃত মো. মোবারকের ছেলে শাহ আলম (৩৩), একই এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ভান্ডারী (৩২) ও মধ্যবোয়ালখালী এলাকার ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৮)।

গত ২৮ জুলাই মধ্যরাতে বাড়ির পাশে সেগুনবাগান থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের শিশুর মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। ঘটনার পর থেকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। কর্মসূচি হয়েছে দেশের বিভিন্ন জেলায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।