ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
কক্সবাজারে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারে হাফেজ নুর আহমদকে গুলি করে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার (০১ আগস্ট) দুপুর ১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পোকখালীর ঈসমাইল ও বেলাল।

তবে তারা দু’জনই পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালে পোকখালীতে হাফেজ নুর আহমদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার এক স্বজন। পরে তদন্ত করে দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই থেকেই ওই দুই আসামি পলাতক। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বাংলানিউজকে বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। দীর্ঘ ১২ বছর পর ওই হত্যার রায় ঘোষণা হয়েছে। এতে বাদীপক্ষ সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
টিটি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।