ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ধারায় মামলা না করার নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ধারায় মামলা না করার নির্দেশ 

ঢাকা: বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর বিলুপ্ত হওয়া ১৬ (২) ধারায় মামলা না করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (২৩ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।  

দেশের বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনের ওই ধারার করা মামলায় আসামিদের আগাম জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোর্শেদ।

 

ফরহাদ আহমেদ বলেন, ১৬(২) ধারাটি বিলুপ্ত। এরপরও এ ধারায় মামলা হচ্ছিল। আজকে এ রকম তিনটি জামিন আবেদন ছিল। সেগুলো আবেদনের শুনানিতে আদালত বিলুপ্ত এই ধারায় মামলা না নিতে পদক্ষেপ গ্রহণে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ বলেন, বিলুপ্ত হওয়ার আগে আইনের ১৬ ধারায় ব্যাপারটি ছিল প্রিজুডিস অর্থাৎ অপরাধ সংগঠনের আগে অপরাধ করার চেষ্টা। যেমন কোনো অপরাধ সংগঠিত করার আগে গোপনে সলা-পরামর্শ, ষড়যন্ত্রের মতো বিষয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।