ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন

বরিশাল: স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিনুল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহবধূর স্বামী মুলাদীর চর সাহেব রামপুর এলাকার আবদুল জলিল সরদারের ছেলে আলমগীর সরদার এবং তার সহযোগী রফিজ উদ্দিন সরদারের ছেলে রিপন সরদার, উত্তর সেলিমপুর এলাকার মোতাহার কাজীর ছেলে লিটন কাজী ও পশ্চিম উত্তর সেলিমপুরের আবদুল মান্নান হাওলাদারের ছেলে কালাম হাওলাদার।

এদের মধ্যে কালাম হাওলাদার পলাতক রয়েছেন। বাকি তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, তিন সন্তান ও স্ত্রীর কথা গোপন রেখে ২০১০ সালের ২২ জুলাই আলমগীর চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিক শাহানাজকে বিয়ে করেন। এরপর থেকে তারা দু’জন ঢাকায় বসবাস করতেন। এর কিছুদিন পর সব প্রকাশ হলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে আলমগীরসহ দণ্ডপ্রাপ্তরা শাহনাজকে হাওরাভাঙ্গা চরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।