ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ড্যাফোডিল ছাত্র সেতু হত্যায় আসামির যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ড্যাফোডিল ছাত্র সেতু হত্যায় আসামির যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর হাজারীবাগে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেতু সরকারকে বলাৎকার করে হত্যার দায়ে মেজবাউল আলম নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

রোববার (৩১ ডিসেম্বর) দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।  

২০১৩ সালের ১৬ আগস্ট সেতু সরকারকে বলাৎকার করে হত্যা করে আসামি।

আসামি মেজবাউল আলম হাজারীবাগ থানার তল্লাবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।  

এ ঘটনায় নিহতের চাচা রতন কুমার সরকার বাদী হয়ে হাজারীবাগ থানায় থানায় এ হত্যা মামলা করেন। রায় ঘোষণার আগে ১৯ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।