ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার ১১ মামলায় সালাউদ্দিন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নাশকতার ১১ মামলায় সালাউদ্দিন কারাগারে কারাগারে পাঠানোর নির্দেশের পর সালাউদ্দিন আহম্মেদ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাশকতার ১১ মামলায় জামিন না মঞ্জুর করে ঢাকা-৪ (ডেমরা) আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঢাকা: নাশকতার ১১ মামলায় জামিন না মঞ্জুর করে ঢাকা-৪ (ডেমরা) আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৫ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে কারাগারে পাঠানোর নির্ধেশ দেন আদালত।

 

১৫ মামলায় ৪টিতে জামিন পেলেও ১১টিতে না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী।

২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন এলাকায় নাশকতা মামলায় এসব মামলা দায়ের করা হয়েছে।

সালাউদ্দিনের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।