ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই বিমান কর্মকর্তার সাতদিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
দুই বিমান কর্মকর্তার সাতদিনের রিমান্ড

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলায় আত্মসমর্পণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া..

ঢাকা: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলায় আত্মসমর্পণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন টিপু তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৭ দিন মঞ্জুর করেছেন।

তারা হলেন, জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশলী কর্মকর্তা এস এম রোকনুজ্জামান।

এর আগে, গত ২২ ডিসেম্বর তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। যা নামঞ্জুর করে জেলে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডি‌সেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।