ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জেলা পরিষদ নির্বাচন

সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট রুলসহ এ স্থগিতাদেশ দেন।

এ আদেশের ফলে এখন সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবীরা।
 
আগামী ২৮ ডিসেম্বরের জেলা পরিষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করে।
এ তালিকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির চেয়ারম্যান আব্দুর রহমানসহ রমজাননগর ইউপির ২০ জন মেম্বারের নাম অন্তর্ভূক্ত না হওয়ায় গত রোববার (১১ ডিসেম্বর) রিট দায়ের করেন তারা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ওই দুই ইউপির সাবেক চেয়ারম্যান ও  মেম্বারদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া ওই দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছেন’।

‘এ আদেশের ফলে এখন সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই’।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা কর্মকর্তা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।