ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মারুফ খানের মামলা থেকে অব্যাহতি পেলেন মডেল ঈশানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মারুফ খানের মামলা থেকে অব্যাহতি পেলেন মডেল ঈশানা

ঢাকা: প্রযোজক-অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানার্সআপ মডেল মৌনিতা খান ঈশানা।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম বাদীর নারাজি খারিজ করে সোমবার (২৫ জুলাই) ঈশানাকে অব্যাহতি প্রদান করেন।

মঙ্গলবার (২৬ জুলাই) ঈশানার আইনজীবী এমদাদুল হক লাল অব্যাহতির বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, মামলা থেকে ঈশানার অব্যাহতি চেয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

মারুফ খান প্রেম ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেন।

মামলাটি সঠিক আইনে করা হয়নি এবং ঈশানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে পুলিশ এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল।

গত ০৩ ফেব্রুয়ারি প্রযোজক-অভিনেতা প্রেম মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

বাদী তার আরজিতে উল্লেখ করেন, গত ০৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা তার অনুপস্থিতিতে তাকে নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন।

বাদী অভিযোগ করেন, এতে তার মানহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।