ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বায়রার নির্বাচন এক মাসের জন্য স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বায়রার নির্বাচন এক মাসের জন্য স্থগিত

ঢাকা: জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এ নির্বাচন হওয়ার কথা ছিলো।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম আলতাফ হোসেন।

নির্বাচনের ভোটার তালিকায় নাম না থাকায় মেসার্স ট্রেড ইনফরমেশন লিমিটেডের মালিক মো. আবদুল্লাহ এ রিট দায়ের করেন।

এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনের সকল কার‌্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

রুলে আবদুল্লাহ’র নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।