ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে শাহ আলম ও ইমদাদুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে শাহ আলম ও ইমদাদুল হক

সাতক্ষীরা: প্রায় সাড়ে তিন বছর পর অনু‌ষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এতে অ্যাডভোকেট এম শাহ আলম সভাপ‌তি ও অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় ভোট গণনা শে‌ষে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন এ ফলাফল ঘোষণা ক‌রেন।

তি‌নি জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। তার প্র‌তিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।  

সহসভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পে‌য়ে‌ছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মো. আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মো. তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।  

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী (২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মো. জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন।  

সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পে‌য়ে‌ছেন।  

সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। এ পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মো. আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন।  

নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মো. আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।

এ দিকে সহ-সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।  
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।