ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৫ দিনে বিএনপি-জামায়াতের শীর্ষনেতাসহ সহস্রাধিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
৫ দিনে বিএনপি-জামায়াতের শীর্ষনেতাসহ সহস্রাধিক কারাগারে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনের পর মঙ্গলবার (১৬ জুলাই) পর্যন্ত গত পাঁচ দিনে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাসহ সহস্রাধিক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবারও (২৪ জুলাই) বহু নেতাকর্মীকে আদালতে আনা হচ্ছে।

মঙ্গলবার পর্যন্ত বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস-চেয়ারম্যান আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

এর মধ্যে আমীর খসরু ও নিপুণ রায়কে গত রোববার তিন দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে নিপুণকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। টুকু-আমিনুল-মিয়া গোলাম পরওয়ার ও নুরকে রোববার ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।  

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রায় পাঁচশ ও গত পাঁচ দিনে সহস্রাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।