ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১১ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের জামিন

স্পেশাল করেসপন্ডেস্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
১১ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের জামিন

ঢাকা: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুলকে নাশকতার ১১ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও  বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মিথুন রায় চৌধুরী।

পরে  আইনজীবী নিতাই রায় চৌধুরী জানান, রকিবুল ইসলাম বকুলকে ২৮ অক্টোবর এবং তার পরবর্তীতে ঢাকা ও খুলনার বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।