ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতিতে ২১ পদে আ. লীগের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
ঢাকা আইনজীবী সমিতিতে ২১ পদে আ. লীগের জয়

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। অপরদিকে দুটি নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ মার্চ) গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোখলেসুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।  

নির্বাচনে সভাপতি পদে সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন বিজয়ী হয়েছেন।

এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, অর্থ সম্পাদক পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ূন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, দপ্তর সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসী বিজয়ী হয়েছেন।

এছাড়া ১০টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদের মধ্যে আটটিতে সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রূপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ূন কবির, এমদাদুল হক এমদাদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও মো. আব্দুর রহমান মিয়া।  

আর বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে মো. আনোয়ার হোসাইন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে দুই দিনে ভোট দেন নয় হাজার ৬৯০ জন।  

দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দিনে জাল ব্যালটে ভোট দেওয়ার অভিযোগসহ ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এসব কারণে দ্বিতীয় দিনে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।