ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ পাঁচজনের মৃত্যুদণ্ড  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ পাঁচজনের মৃত্যুদণ্ড  

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌতুকের জন্য আয়েশা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী, শাশুড়ি, দেবর ও ননদসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন।


  
দণ্ডপ্রাপ্তরা হলেন-নিহতের স্বামী চুনারুঘাটের সাদেকপুর গ্রামের রাসেল মিয়া (২৬), শাশুড়ি তাহেরা বেগম (৫৫), দেবর কাউছার মিয়া (৩৫), হোছনা বেগম (২৫) ও ননদ রোজি বেগম (৩২)। তাদের মধ্যে কাউছার মিয়া পলাতক।
 
আয়েশা চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
  
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. জিয়াউল হক।

আদালত সূত্র জানায়, সাত মাসের অন্তঃসত্ত্বা আয়েশা আক্তারকে যৌতুকের জন্য হত্যা করার অভিযোগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় মামলা করেন তার বাবা আব্দুস সাত্তার। মামলায় আসামি করা হয় আয়েশার স্বামী, শাশুড়ি, দেবর, ননদসহ পাঁচজনকে। তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।  
     
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী জানান, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।
 
তবে আসামিপক্ষের আইনজীবী এমএ মজিদ এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।