ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

ঢাকা: ১০ বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২১ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত ২ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।  

আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। এদিন তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান তারা। পরে আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকেই পলাতক।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।  

এরপর আসামিদের নামে চার্জ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১০ সাক্ষীর মধ্যে ৯ জন আদালতে সাক্ষ্য দেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।