ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নেত্রকোনার ইউপি চেয়ারম্যান আওয়ালের বরখাস্তের আদেশ স্থগিত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
নেত্রকোনার ইউপি চেয়ারম্যান আওয়ালের বরখাস্তের আদেশ স্থগিত 

ঢাকা: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বরখাস্তের বিরুদ্ধে তার করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে আব্দুল আওয়ালকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, কে আর খান পাঠান ও মো. সাগর হোসেন।

এ আদেশের ফলে আব্দুল আওয়ালের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আইনজীবীরা জানান, ২০২১ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। সেই মামলায় আদালতে চার্জশিট গ্রহণ করা হয়। ওই চার্জশিটের কারণে গত ২৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ইএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।