ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ইফতারে ভাঙচুরের ঘটনায় খোকন-কাজলসহ ২৪ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ইফতারে ভাঙচুরের ঘটনায় খোকন-কাজলসহ ২৪ জনের জামিন

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা, ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ এপ্রিল) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের ১২ সপ্তাহের জামিন দেন।

এ মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মহসিন রশিদ।  

গত বৃহস্পতিবার সমিতি ভবনের তিনটি হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ কমিটিকে অস্বীকার করে বিএনপিপন্থী আইনজীবীরা ইফতার আয়োজনের ব্যানার, চেয়ার-টেবিল ভাঙচুর করে।  

এ ঘটনায় রোববার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

অন্য আসামিরা হলেন- কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, শাহ আহমদ বাদল, মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, এ কে এম এহসানুর রহমান, মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মির্জা আল মাহমুদ, মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, মো. শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, রেদওয়ান আহমদ রানজিব ও মো. ইসা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।