ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নানিকে কুপিয়ে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
নানিকে কুপিয়ে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. সিয়াম শেখ (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। সিয়াম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার মো. রফিকুল ইসলাম শেখের ছেলে।  

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট এসব তথ্য নিশ্চিত করেছেন।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়িতে যান। এসময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান সিয়াম। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান ওই বৃদ্ধা।  

এ ঘটনায় বৃদ্ধা ওয়াজেদার ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২১ সালের ১৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৮ জনের সাক্ষ্য নেন আদালত। শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।