ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েত

কুয়েতে সিরাত সেমিনার অনুষ্ঠিত

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
কুয়েতে সিরাত সেমিনার অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক‍ুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ এশা হাওয়াল্লী জামিয়াতুল ইসলাহ অডিটরিয়ামে এ সেমিনার হয়।

এতে রাসুল (সা.) জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এতে কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোস্তাকুল হাসান খান, মাওলানা মোস্তাকুর রহমান, সংগঠনের সেক্রেটারি মো. ওয়াহীদুর রহমান, কুয়েতি মেহমান সাদ আল নাসোয়ান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রমজান আলী।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ