ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পথের শিশু

মো. রাকিবুল ইসলাম (হৃদয়) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১২
পথের শিশু

বিবর্তনের ধারা, নিয়মের দ্বারা
পেয়েছি মানবজীবন,
ক্ষুণ্ণ না হয়ে পূর্ণ হবে
সকল প্রকার স্বপন।

নিয়ম যদি হয় এটাই তবে
পাল্টে দেব কিছু,
থাকব না আর বদ্ধ হয়ে
আমরা পথের শিশু।



প্রয়োজন শুধু একটি সুযোগ
বাঁচার অধিকার,
চাই না শুধু অবহেলা কারো
সহানুভূতি চাই সবার।

দিন বদলের সময় ধরে
পরিবর্তনের হাওয়া বইবে,
দুঃখ ভরা জীবন নিয়ে
আর কতকাল রইবে।

পাল্টে দেব জীবন এদের
রইবে না দুঃখ আর,
কাছে থেকে পাশে রব
দুঃখ ঘোচাবো সবার।
জীবনের লক্ষ্য হয়েছে পণ।

শিশুদের পাশে রবো
হোক না সে পথের শিশু
লক্ষ্য পূরণ করবো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।