ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের ক্ষুদ্রতম বানর!

জনি সাহা/আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২
বিশ্বের ক্ষুদ্রতম বানর!

বৈজ্ঞানিকভাবে এরা পিগমি মারমোসেট নামে পরিচিত। জাতিগতভাবেই এদের গড় উচ্চতা ৫ থেকে ৬ ইঞ্চি এবং ওজন ১৩০ গ্রাম।

মানে একটি আপেলের চেয়েও হালকা। পকেটে ঢুকিয়ে রাখা সম্ভব বলে কেউ কেউ আদর করে একে পকেটবানর বলেও ডাকেন। আবার ঘাড়ভর্তি কেশরের কারণে কেউ কেউ ডাকেন `খুদে সিংহ` বলে।

ধারণা করা হচ্ছে এই পিগমি মারমোসেট হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম বানর! মজার ব্যাপার হলো উজ্জ্বল রংয়ের এই বানরগুরো আকারে অনেকটা একটি সোডা ক্যানের সমান। মাথায় এবং বুকে লম্বা লোম রয়েছে যা দেখতে সিংহের মতো। আর লেজটি শরীরের মতোই লম্বা।

এ ধরনের প্রজাতিরা বাস করে আমাজনের বেসিনের নিম্নাঞ্চলের বৃষ্টি অরণ্যে। তাদের এই ক্ষুদ্রাকৃতির কারণে তারা যেকোনো জায়গায় সহজে অবস্থান করতে পারে।

পিগমি মারমোসেটরা খুবই সক্রিয় এবং কর্মতৎপর। ক্ষুদ্রাকৃতির কারণে এরা গাছের মধ্যে উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপরে সহজে লাফালাফি করতে পারে। অনেক সময় এরা এক গাছ থেকে অন্য গাছেও সহজে লাফ দিতে পারে।

খাদ্য হিসেবে এরা গ্রহণ করে ফল, গুঁড়ি এবং ছোটছোট পোকামাকড়। ক্ষুদ্র এই প্রাণীটি অধিকাংশ সময় ব্যয় করে তার ধাঁরালো নখের মাধ্যমে গর্ত খুঁড়ে।

এরা একটি ক্ষুদ্র দলে বা পরিবারের মধ্যে বসবাস করে। সংখ্যায় দুই থেকে নয় জন। অন্যান্য প্রাণীদের মতো এদের প্রতিদিনের আচার-আচরণ হলো- ঘোরাফেরা, লাফালাফি ও খেলাধুলা করা।

স্তন্যপায়ী এই প্রাণীটি প্রত্যেক বছরই সন্তান প্রসব করে। মজার ব্যাপার হলো এরই মধ্যে ৭০ ভাগই ঘটে থাকে যমজ সন্তান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।