ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ডাকটিকিট বইমেলা প্রতিদিন

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২
ডাকটিকিট বইমেলা প্রতিদিন

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে ‘ডাকটিকিট বইমেলা প্রতিদিন’। মেলার প্রতিদিনের নানা তথ্য নিয়ে প্রকাশিত হচ্ছে এই বিশেষ সাময়িকী।



শিশু পত্রিকা ডাকটিকিটের একদল তরুণ এই সাময়িকী প্রকাশের উদ্যোগ নিয়েছে।

৪ পৃষ্ঠার এই সাময়িকীতে বইমেলা নিয়ে নিজেদের অভিজ্ঞাতা আর অনুভূতির কথা লিখছেন দেশের বরেণ্য লেখকবৃন্দ।

ডাকটিকিট বইমেলা প্রতিদিনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে ১৫ সদস্যের একটি দল। যারা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

ডাকটিকিট বইমেলা প্রতিদিনের সম্পাদক আবিদ আজম জানান, ‘বইমেলার প্রতি আমাদের ভালোবাসা থেকেই আমাদের এই প্রকাশনা। এই প্রকাশনার মাধ্যমে আমরা সবাইকে বই পড়তে উৎসাহিত করছি। ’

প্রতিদিন বিকেল ৩টা থেকে বইমেলায় এই সাময়িকীটি পাওয়া যাচ্ছে বিনামূল্যে।

ডাকটিকিট বইমেলা প্রতিদিনে লিখতে হলে যোগাযোগ করতে হবে বইমেলায় ডাকটিকিটের স্টলে। বাংলা একাডেমীর প্রশাসনিক ভাবনের প্রবেশ পথের ঠিক বিপরীতেই স্থাপন করা হয়েছে ডাকটিকিটের স্টল।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।