ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় তোমাদের বই

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
বইমেলায় তোমাদের বই

শুরু হলো অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারের বইমেলাতেও তোমাদের জন্য এসেছে নতুন নতুন সব বই।

নতুন ক্লাসে নতুন পাঠ্যবইয়ের সঙ্গে মেলার বইগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে।

শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ এবারের মেলায় তোমাদের জন্য ৩টি বই নিয়ে এসেছেন। এগুলো হচ্ছে- ট্যালেন্ট ক্লাব, ইচ্ছেপূরণ দিন এবং ঝুঁটি বাঁধা ডাকাত।

ট্যালেন্ট ক্লাব প্রকাশিত হয়েছে শুভ্র প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। মূল্য ১০০ টাকা।

সৃজনী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ইচ্ছেপূরণ দিন। এটির প্রচ্ছদ এঁকেছেন রকিবুল হক। মূল্য ১২০ টাকা।

ঝুঁটি বাঁধা ডাকাত বইটি প্রকাশিত হয়েছে গাজী প্রকাশন থেকে। এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন রকিবুল হক। মূল্য ১০০ টাকা।

বই তিনটি নিয়ে লেখক আহমেদ রিয়াজ ইচ্ছেঘুড়িকে বলেন, এবারের মেলায় আমার তিনটি বই প্রকাশিত হয়েছে। দু’টি গল্পের আর একটি উপন্যাস। উপন্যাসের নাম ট্যালেন্ট ক্লাব। খুব সাধারণ এক ছাত্র কিভাবে অসাধারণ হয়ে ওঠে সেই গল্প। তবে এখানে একটা রহস্যময় চরিত্র আছে তা হলো-জাকির। সে আমাদের গ্রহের অধিবাসী নয়। মঙ্গলবাসী। পৃথিবীতে এমনি আরো মঙ্গলবাসী আছে। কেন আছে? কেন ওরা মঙ্গল থেকে পৃথিবীতে এসেছে। তার কিছু উত্তর পাওয়া যাবে বইটিতে।

ঝুঁটি বাঁধা ডাকাত বইটি গল্পের। মোট ১৩টি গল্প আছে। সবগুলো মেঘ বৃষ্টি নিয়ে। শিশু-কিশোরদের ভাবনায় মেঘবৃষ্টি কেমন-সেসব আছে গল্পগুলোতে।

ইচ্ছেপূরণ দিন বইয়ে আছে তিনটি বড়গল্প। রহস্য, মজা আর কল্পনা-তিন বিষয়ের তিনটি গল্প।
মেলা নিয়ে সবার প্রত্যাশাই থাকে ভালো। যেমন আছে আমারও।

তবে মেলার পরিবেশ আরো পরিচ্ছন্ন হলে ভালো হয়। আর একটা প্রত্যাশা সবসময়ই থাকে, মেলায় আলাদা শিশু-কিশোর কর্নার। এখানে শিশু-কিশোররা ইচ্ছেমতো ঘুরে বেড়াবে আর বই কিনবে। ওদের হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আবার হারিয়ে যাবে। তবে বইয়ের রাজ্যে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।