ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সবুজের গালিচা

হাবীবুল্লাহ মুহাম্মাদ হাসসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২
সবুজের গালিচা

সবুজের গালিচায় শিশুমন
ভেসে যায়
- না, না ভাসে না
হেসে যায়
- না, না হাসে না

উড়ে যায়
সবুজের পরশে অভিমান
ঝরে যায়।

শিশুদের হৃদয়ে খুশিসব
খেলে যায়
- না, না খেলে না
মেলে যায়
- না, না মেলে না

দুলে যায়
সবুজের মাঝে মন একাকার
মিলে যায়।



শিশিরের মিছিলে মনটা যে
মজে যায়
- না, না মজে না
সেজে যায়
- না, না সাজে না

ভরে যায়
মিছিলের সাথে সাথে মনটাও
ঘুরে যায়
- না না, ঘুরে না
উড়ে যায়
প্রকৃত ঠিকানা
গড়ে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।