ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এবার তোমাদের বয়স বাড়বে!

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
এবার তোমাদের বয়স বাড়বে!

বাংলাদেশের জাতীয় শিশুনীতিতে বর্তমানে ১৪ বছরের কম সবাই শিশু। মজার ব্যাপার হচ্ছে আসছে জাতীয় শিশুনীতিতে এই বয়স ১৪ থেকে ১৮-তে বাড়ানো হচ্ছে।



বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় তিনি জাতীয় শিশুনীতি ২০১০ এর খসড়া উপস্থাপন করেন।

খসড়া নীতিটি ৫টি মূলনীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নীতিগুলো বাস্তবায়নে শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম, প্রতিবন্ধী শিশুর সুরক্ষা, আদিবাসী শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করবে সরকার।

সরকারি দু’টি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই খসড়া শিশুনীতি দেখতে ও পরামর্শ দিতে পারবে। সাইট দু’টির ঠিকানা : www.mowca.gov.bd ও www.mspvaw.bd.org

জেনে রাখা ভালো, ১৯৯৪ সালে বাংলাদেশে প্রথম জাতীয় শিশুনীতি প্রণীত হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।