ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খগেন বাবু

আসাদুল হক খোকন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২
খগেন বাবু

টাকু মাথার খগেন বাবু
চিনেন সবাই এক নামে,
বাড়িটি তার পুকুর পাড়ে
তাল গাছটি- তার বামে।

খগেন বাবু, মধ্য পাড়ার
তা-ও চেননি বুঝি?
অরুণ কাকার কানাই দাদু-
তার সে ছেলে- খগেন চ্যাটার্জি!

খগেন বাবু যেন তেন নন
সবাই তারে ডরান,
সামনে পেলে যে কোন লোক
তাকেই ধরে পড়ান।



কোন কথাটির কি মানে আর
কোন কথাটি দরকারী,
কোন দেশে হয় পেস্তা- আপেল
কোথায় ফলে তরকারী।

ভূ-গোল, গুগোল, হিস্ট্রি আর
কিংবা জটিল অংক হোক,
সব বিষয়ে টনটনে জ্ঞান
খগেন বাবু এমন লোক!

কেমন করে ড্রোন উড়ে যায়
কি করে হয় ঘুর্ণিঝড়,
বাংলানিউজ পড়েই জানেন
সারা বিশ্বের সব খবর!

সর্বজ্ঞানী খগেন বাবু
সবার প্রিয় খগেন দা,
বিনামূল্যে জ্ঞান বিলালেন
পেলেন না ঠিক মর্যাদা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।