ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কেমনে যাব বাড়ি

রাফি আহমেদ<br>ষষ্ঠ শ্রেণী, সেন্ট্রাল গভ. হাইস্কুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
কেমনে যাব বাড়ি

কেমনে যাব বাড়ি বলো কেমনে যাব বাড়ি
কাউন্টারে ঢল নেমেছে, টিকিট কাড়াকাড়ি

ট্রেনের টিকিট পেলাম না কেউ
বাসের দিকেও লেগেছে ঢেউ

স্রোতের তোড়ে হালিম হলো মানুষ তাড়াতাড়ি
তবুও যে করেই হোক... যেতে হবে বাড়ি
নইলে সব বৃথাই হবে জামা জুতো শাড়ি...

লঞ্চটা হলো ধরা
দুশো টাকা ধরিয়ে দিয়ে ডেকেই শুয়ে পড়া

উঠলে পড়ে বস্তাপাতি
নেইতো কিছুই.. হাওয়াই সাথী

তীরে এসেও ডুবলো তরী
লুঙ্গী ধুতি জাপটে ধরি
নেই তো জামা শাড়ি

তবুও এসে গেলাম শেষে
আহা! সাধের বাড়ি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।