ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মধুর হাড়ি, তার সাথে বাবা ইংরেজি!

আল মাসুদ নয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১
মধুর হাড়ি, তার সাথে বাবা ইংরেজি!

দুই ভাইবোন চিচিঙ্গে এবং ফুলুরি পড়তে বসেছে। ক্লাসের পড়া মুখস্থ করছে তারা।



চিচিঙ্গে : তুই কি পড়ছিস ফুলুরি?
ফুলুরি : দাদা , আমি বাবা ইংরেজি মুখস্থ করছি।
চিচিঙ্গে : বলতো বাবা ইংরেজি কি?
ফুলুরি : বাবা ইংরেজি হচ্ছে ফ্যাটহার...
চিচিঙ্গে : কি বললি ?
ফুলুরি : কেন ? এফ (F) এ (A)  টি (T) ফ্যাট(FAT)। এইচ (H) ই (E) আর (R) হার (HER)। বাবা, ইংরেজি ফ্যাটহার (FATHER)।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।