ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

যশোরে শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

আব্দুল্লাহ হাসান, যশোর থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
যশোরে শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

চিলড্রেন ম্যুভি কাবের উদ্যোগে শনি ও রবিবার যশোরের আমিনা খাতুন মিলনায়তনে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। চিলড্রেন টিভি ডট নেটের কারিগরী সহযোগিতায় দু’দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জাকারিয়া হাবিব ও পার্থিব রাশেদ।



কর্মশালায় যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিশু-কিশোর অংশ নেয়। এতে শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে। চলচ্চিত্রটি ডিসেম্বরে চিলড্রেন ম্যুভি কাব আয়োজিত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।