ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চ্যানেল আইতে আমার বন্ধু রাশেদ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১
চ্যানেল আইতে আমার বন্ধু রাশেদ

মফস্বলের ছোট্ট শহর। স্কুলের কয়েকজন শিশু শিক্ষার্থী।

এদের সঙ্গে যোগ দেয় রাশেদ। তার নাম আসলে রাশেদ নয়, স্কুলের শিক্ষক তার ছাত্রদের নিয়ে রাশেদকে এই নামটি দিয়েছেন৷ একাত্তরের উত্তাল দিনগুলো যখন ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে না, রাজনীতি সচেতন রাশেদ তখন ঠিক তার মতো করে সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে৷

পাকিস্তানি সেনাবাহিনী এদেশটির ওপর ঝাপিয়ে পড়ে এবং এই ছোট শহরটিতেও তারা এসে হাজির হয়, সে সময় ভয়ংকর এই ধ্বংসলীলার স্বাক্ষী হয়ে থাকে রাশেদ৷

স্বাধীনতা সংগ্রামের শুরুতে মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে রাশেদ এবং তার সাথে তার অন্য বন্ধুরা৷ সম্মুখ সংঘর্ষে বন্দী হয়ে যায় তাদের পরিচিত একজন মুক্তিযোদ্ধা এবং এক অসাধারণ পরিকল্পনা করে রাশেদ আর তার বন্ধুরা তাকে মুক্ত করে নিয়ে আসে নিশ্চিত মৃত্যুর হাত থেকে৷

কিন্তু যুদ্ধের ডামাডোলে রাশেদ আর তার বন্ধুদের একসময় বিচ্ছিন্ন হয়ে যেতে হয়৷ রাশেদ আরো গভীরভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে৷ দেশ স্বাধীন হবার পর সব বন্ধুরা যখন আবার একত্র হয় ছোট্ট শহরটিতে, তারা আবিষ্কার করে রাশেদ নামের সেই বিচিত্র ছেলেটি আর নেই৷ কিন্তু রাশেদ এর স্মৃতি তার বন্ধুদের হৃদয়ে বেঁচে থাকে অনেক, অনেক দিন৷ বড় হয়ে যাবার পরও৷

তোমাদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা মোরশেদুল ইসলাম। সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে অনেক আগেই। তোমারা যারা হলে গিয়ে দেখতে পারোনি তাদের জন্য আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টেলিভিশনে প্রচারিত হবে এই চলচ্চিত্র। এদিন বেলা ২টা ৪০ মিনিটে স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ে তোমরা চলচ্চিত্রটি দেখতে পাবে। মিস করো যেনো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।