ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

প্রজাপতি মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১
প্রজাপতি মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা

‘উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা-২০১১। মেলায় শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতা।



নাসার্রী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দুটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদালয়ের আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় এ-গ্রুপে কলতান বিদ্যা নিকেতনের একুশ আজাদ প্রথম, একই বিদ্যালয়ে স্পর্শ দ্বিতীয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সৌমিত্র সাহা তৃতীয় হয়েছে।

এছাড়া বি-গ্রুপে রেডিও কলোনী স্কুলের ইমা ফাতিমা প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের রকিব হাসান রাব্বি দ্বিতীয় ও একই প্রতিষ্ঠানের হাসিবুল হাসান শিহাব তৃতীয় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে আয়োজিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল প্রজাপতির নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রর্দশনী, প্রজাপতি হাট, প্রজাপতির ঘুড়ি ওড়ানো, সম্মাননা প্রদান, স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র প্রদর্শনী।    

মেলার আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি প্রকৃতির একটি অলংকার। বনভূমি উজারের ফলে প্রজাপতি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। শিশুদের মাঝে প্রজাপতির সৌন্দর্য ও এর উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হয়’।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।