ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ধরিত্রী কি থামে | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
ধরিত্রী কি থামে | আলেক্স আলীম প্রতীকী ছবি

ধরিত্রী হোক সবুজ ঘেরা
পাখির কণ্ঠে গান।
নদী চলুক নদীর মতো
শুনবো কলতান।

পাহাড় কেটে সভ্যতাকে
ধ্বংস কেন করি।
সাগরটা হোক গর্জনময়
ঢেউয়ের ছড়াছড়ি।

পরিবেশকে করতে দূষণ
কেন দেবো ছাড়!
সবার আগে ভাবতে হবে 
প্রাণীর অধিকার।

এই পৃথিবী রূপসী হোক
তোমার আমার ঘামে।
যতই চলি ইচ্ছে মতো
ধরিত্রী কি থামে!

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।