ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎ যদি আসে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
শরৎ যদি আসে | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

শরৎ যদি আসে হাসে তবে শেফালি
শিশিরের সাথে হয় ভোরের মিতালি।
শাপলা কুমুদ ফোটে শোভাময় বিল
স্নিগ্ধ কোমল যেন রাঙে কৃষ্ণ সলিল।

থোকা থোকা মেঘে আঁকা আকাশের নীল
নদীজলে ঢেউ খেলে রোদ ঝিলমিল।
অনাবাদি জমি আর নদীকুল ঘিরে
কাশফুল দোলা দেয় সমীরণে ধীরে।


উদাস বিকেল সাদা মেঘেদের সাথে
পাড়ি দেয় দিগন্ত হাত রেখে হাতে।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।